November 2, 2024, 8:29 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে কুষ্টিয়াসহ দেশের প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন প্রকল্প”- এর আওতায় প্রথম পর্যায়ে কুষ্টিয়া শহরের কুঠিপাড়ায় মডেল মসজিদসহ
সারাদেশে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র আজ সকালে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ সাইদুল ইসলাম, পু্লিশ সুপার মোঃ খাইরুল আলম, জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আজগর আলী, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মৃনাল কান্তি দে, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সিরাজুল ইসলাম, গণপূর্তের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম, এনএসআই এর উপ-পরিচালক মোঃ ইদ্রিস আলী, এ্যাড. আ স ম আখতারুজ্জামান মাসুম, ইসলামী ফাউন্ডেশনের উপ পরিচালক, ডেপুটি কমান্ডার হাজী রফিকুল আলম টুকু সহ সরকারি কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উল্লেখ্য বিশ্বের কোনো দেশের মুসলিম শাসক বা সরকার প্রধান একসঙ্গে ৫৬০টি মসজিদ প্রতিষ্ঠার উদ্যোগ এর আগে কখনও গ্রহণ করেননি। প্রধানমন্ত্রীর এই অসাধারণ উদ্যোগ ইতিহাসের অংশ হিসেবে বিবেচিত হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইসলামের প্রতি ভালোবাসার এ নিদর্শনের কথা বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষ যুগ যুগ ধরে স্মরণ করবে।অত্যাধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত দৃষ্টিনন্দন এ সকল মসজিদ নির্মাণে প্রতিটির বাস্তবায়ন ব্যয় ধরা হয়েছে জেলা শহর ও সিটি করপোরেশন এলাকায় ১৫ কোটি ৬১ লাখ ৮১ হাজার টাকা, উপজেলা পর্যায়ে ১৩ কোটি ৪১ লাখ ৮০ হাজার টাকা এবং উপকূলীয় এলাকায় ১৩ কোটি ৬০ লাখ ৮২ হাজার টাকা।জেলা সদর ও সিটি করপোরেশন এলাকার প্রতিটি মসজিদে একসাথে ১২০০ মুসল্লি নামাজ আদায় করতে পারবে।
অপরপক্ষে, উপজেলা ও উপকূলীয় এলাকার মডেল মসজিদগুলোতে একত্রে ৯০০ মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা থাকবে। এসব মসজিদে সারাদেশে প্রতিদিন ৪ লাখ ৯৪ হাজার ২০০ জন পুরুষ এবং ৩১ হাজার ৪০০ জন নারী একসাথে নামাজ আদায় করতে পারবে।কেন্দ্রগুলোতে পবিত্র হজ পালনের জন্য ডিজিটাল নিবন্ধনের ব্যবস্থা থাকবে। উপকূলীয় এলাকার মসজিদগুলোতে আশ্রয়কেন্দ্র হিসেবে নীচ তলা ফাঁকা থাকবে।
Leave a Reply