দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, খোকসা/
বোরো ধানের ভরা মৌসুমে কুষ্টিয়ার খোকসা উপজেলার বিভিন্ন বাজারের খুচরা পর্যায়ে কেজি প্রতি ২/৩ টাকা বৃদ্ধি পেয়েছে। এতে বিপাকে পড়েছে খেটে খাওয়া দিনমজুর ও অসহায় মানুষ।
সপ্তাহের ব্যাবধানে কেজি প্রতি ২/৩ টাকা বৃদ্ধি পেয়ে মোটা চাল ২৮ বিক্রি হচ্ছে ৪৬-৪৭ টাকা। মিনিকেট বিক্রি হচ্ছে ৫৩-৫৪ টাকা ও কাজল লতা ৪৮-৪৯ টাকা দরে।
জানিপুর বাজারের একাধিক খুচরা দোকানদারের সাথে কথা বললে তারা বলেন পাইকারিতে প্রতিবস্তা প্রতি ৫০ থেকে ৭৫ টাকা বৃদ্ধি পেয়েছে চালের বাজার। তার সাথে যোগ হয়েছে আনা-নেওয়া খরচসহ লেবার খরচ। কেজিতে এক দেড় টাকা লাভ না করলে আমরা খাব কি? এমন প্রশ্ন ছুঁড়েদিল সাংবাদিকদের মাঝে।
একদিকে করণা মহামারীর কারণে কর্মহীন হয়ে থাকা ভ্যানচালক দিনমজুর এবং অসহায় মানুষগুলো অপরদিকে সপ্তাহ খানেক ব্যবধানে অস্বাভাবিকভাবে প্রতিকেজিতে ২ থেকে ৩ টাকা চালের মূল্য বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছে খেটে খাওয়া দিনমজুর মানুষ গুলো। এ সকল মানুষগুলো বলছে, বাজার নিয়ন্ত্রণ না থাকায় ব্যাবসয়ীরা সিন্ডিকেট করে লাগামহীনভাবে যখন তখন চালের মূল্য বৃদ্ধির কারণে আমরা বিপাকে পরি।
পাইকারী পর্যায়ে পতিটা ব্যবসায়ীর গুদামে স্টকে পর্যাপ্ত পরিমাণ চাউল থাকলেও চাউলের দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি হওয়ায় সাধারণ খেটে খাওয়া মানুষেরা অনেকটাই হিমশিম খাচ্ছে চাউল ক্রয়ে। ভোক্তা পর্যায়ে এখনই বাজার মনিটরিং করে চাউলের বাজার স্বাভাবিক পর্যায়ে না আসলে ভোক্তার ক্রয় ক্ষমতা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি