হুমায়ুন কবির, খোকসা/
কুষ্টিয়ার খোকসা উপজেলায় পৃথক দুর্ঘটনায় কুকুরে কামড়ানো দুই শিশু গুরুতর আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে।
সোমবার (৭ জুন) সকালে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে দুই শিশুকে চিকিৎসাধীন অবস্থায় পাওয়া যায়। আহত দুই শিশু হলেন, ইউনিয়নের উপজেলার জানিপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামে অনুপ কুমার মন্ডল এর পঞ্চম শ্রেণীর পড়ুয়া মেয়ে অন্তি মন্ডল (১০) ও পৌরসভার কমলাপুর গ্রামের মাসুদ মণ্ডলের ছেলে মাসুম মন্ডল (৪)।
কুকুরে কামড়ানো দু'টি ঘটনায় নিজ বাড়িতে বেওয়ারিশ কুকুরে কামড়ায়।
আহত দুই শিশুকে তার অভিভাবকগণ খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসেন। জরুরী বিভাগে সহকারী মেডিকেল অফিসার মনিরুল ইসলাম জানান, প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
হাসপাতালে কুকুরে কামড়ানো ভ্যাকসিন না থাকায় বাইরে থেকে অভিভাবকদের কিনতে হল বলে শিশু দু'টির অভিভাবক প্রতিবেদক কে জানান। আমরা গরীব মানুষ সরকারি হাসপাতালে যদি ভ্যাকসিন না পাই তইলে কার কাছ থেকে ভ্যাকসিন পাব ।
আমরা জোর জোর দাবী জানাচ্ছি খোকসা হাসপাতালে সাপে কামড়ানো ও কুকুরে কামড়ানো ভ্যাকসিন যেন সরবরাহ করা হয়।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি