December 22, 2024, 9:43 am
দৈনিক কুষ্টিয়া ডেস্ক/
লকডাউনে দুই মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর বুধবার থেকে ৯টি আন্তঃনগর, ১০টি মেইল ও কমিউটারসহ ১৯টি ট্রেন চালু হবে। এসব ট্রেনেও আসনের অর্ধেক যাত্রী পরিবহন করা হবে। এদিকে পূর্বঘোষণা অনুযায়ী মঙ্গলবার থেকে অর্ধেক টিকিট রেলওয়ে কাউন্টারের মাধ্যমে বিক্রি করা হবে।
রেলপথ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বুধবার থেকে যেসব আন্তঃনগর ট্রেন চালু হবে সেগুলো হলো- ঢাকা-ময়মনসিংহ-তারাকান্দার ‘অগ্নিবীণা এক্সপ্রেস’, ঢাকা-সিলেটের ‘জয়ন্তিকা/উপবন এক্সপ্রেস’, চট্টগ্রাম-সিলেটের ‘পাহাড়িকা/উদয়ন এক্সপ্রেস’, রাজশাহী-চিলাহাটির ‘বরেন্দ্র এক্সপ্রেস’, খুলনা-চিলাহাটির ‘সীমান্ত এক্সপ্রেস’, ঢাকা-কুড়িগ্রামের ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’, পঞ্চগড়-ঢাকার ‘পঞ্চগড় এক্সপ্রেস’ এবং পঞ্চগড়-রাজশাহীর ‘বাংলাবান্ধা এক্সপ্রেস’।
নতুন করে যেসব মেইল এক্সপ্রেস ও কমিউটার ট্রেন চলবে- ঢাকা/চট্টগ্রাম মেইল, সুরমা মেইল, তিতাস কমিউটার, দেওয়ানগঞ্জ কমিউটার, ময়মনসিংহ এক্সপ্রেস, মহুয়া কমিউটার, রাজবাড়ী এক্সপ্রেস, বিরল কমিউটার, বগুড়া কমিউটার এবং কলেজ ট্রেন।
Leave a Reply