October 30, 2024, 8:02 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক:খোকসা/
কুষ্টিয়ার খোকসায় মা কে মারার প্রতিবাদে বাবাকে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে ছেলে।
রবিবার (৬ জুন) সকালে উপজেলার কমলাপুর গ্রামের মৎস্যজীবী আব্দুল হান্নানের সাথে তার স্ত্রীর বিরোধ হয়। এ ঘটনার সূত্রধরে ছেলে টিটন বাবার উপর পাল্টা হামলা চালায়। এ হামলায় বাবা হান্নান গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
চিকিৎসাধীন আহত হান্নান জানান, স্ত্রী ও ছেলের সাথে বিরোধের সূত্র ধরে ছেলে টিটন তার উপর হামলা চালায়। হামলায় তিনি মাজায় আঘাত পেয়েছেন। তিনি ছেলের বিরুদ্ধে মামলা করবেন বলে জানান।
তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো অভিযোগ আসেনি বলে থানা সূত্রে জানা গেছে।
Leave a Reply