October 30, 2024, 8:03 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক:
কুষ্টিয়ার কুমারখালীতে মৎস্য অধিদপ্তরের আওতায় ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রদর্শনী বাস্তবায়নের জন্য আরডি চাষীদের মাঝে উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার (৭ জুন) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ১০ জন মৎস্য চাষীদের মাঝে এই উপকরণ বিতরণ করা হয়।
“নিরাপদ মাছে ভরবো দেশ, মুজিববর্ষে বাংলাদেশ ” এই শ্লোগানকে সামনে রেখে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসানের সভাপতিত্বে বিতরণ
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা আক্তার মিনা সহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ। এসময় ১০ জন খামারীর মাঝে ১৪০ বস্তা (রেডি ফিড) মাছের খাবার বিতরণ করা হয়।
Leave a Reply