December 23, 2024, 4:33 pm
জহির রায়হান সোহাগ, চুয়াডাঙ্গা/
সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায় গত কয়েকদিন থেকে ভয়াবহভাবে বৃদ্ধি পেয়েছে করোনাভাইরাসের সংক্রমণ। আক্রান্তদের অধিকাংশের বাড়ি দামুড়হুদা উপজেলার ভারত সীমান্তবর্তী কার্পাসডাঙ্গা এলাকায়।
করোনাভাইরাসের সংক্রমন বাড়ায় লকডাউন করা হয়েছে ভারত সীমান্তবর্তী দামুড়হুদা উপজেলার আরও চারটি গ্রাম।
আজ শনিবার দুপুরে দামুড়হুদা উপজেলা কোভিড-১৯ সংক্রান্ত কমিটির জরুরী সভায় ওই সিদ্ধান্ত নেয়া হয়। নতুন লকডাউন করা গ্রামগুলো হলো- কুড়ালগাছি ইউনিয়নের ঠাকুরপুর, চাকুলিয়া, ফুলবাড়ি ও পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের বড় বলদিয়া গ্রাম। এ নিয়ে দামুড়হুদা উপজেলায় মোট ১১ টি গ্রাম লকডাউন করা হলো। এর আগে গত ২ জুন করোনাভাইরাসের সংক্রমন বাড়ায় কার্পাসডাঙ্গা ইউনিয়নের ৭টি গ্রাম ও নাটুদহ ইউনিয়নের ২টি এলাকা লকডাউন করে উপজেলা প্রশাসন। ওই এলাকায় আজ শনিবার তৃতীয় দিনের মতো চলছে লকডাউন।
দামুড়হুদা উপজেলা প্রসাশনের আয়োজনে কোভিড-১৯ সংক্রান্ত কমিটির সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান আলী মুনছুর বাবু। প্রধান অতিথি ছিলেন কমিটির উপদেষ্টা চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ, দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান, দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হেনা মোহাম্মদ জামালসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
সভায় দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হেনা মোহাম্মদ জামাল উপজেলার সর্বশেষ করোনা পরিস্থিতি তুলে ধরে বলেন, দামুড়হুদা উপজেলায় বর্তমানে ৯৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৬২ জন নিজ নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। বাকীরা চুয়াডাঙ্গা সদর হাসপাতাল, দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মেহেরপুরের মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা নিচ্ছেন। গত ২৩ মে থেকে ৫ জুন পর্যন্ত ৭ জনের মৃত্যু হয়েছে।
এদিকে, গত ২৪ ঘন্টায় নতুন করে ৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এনিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৫৮ জনে। নতুন করে মারা গেছেন ২ জন। এ নিয়ে জেলায় করোনায় মৃত্যুবরণকারীর সংখ্যা দাঁড়ালো ৭০ জনে।
সভার প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর বলেন, ভারত থেকে কেউ যেন অবৈধভাবে দেশে প্রবেশ করতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। করোনার সংক্রমন ও মৃতের সংখ্যা বাড়ায় দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী বড়বলদিয়া, ঠাকুরপুর, ফুলবাড়ি ও চাকুলিয়া এই ৪টি গ্রাম লকডাউন করার আহ্বান জানান তিনি।
লকডাউন কার্যকর বিষয়ে দামুড়হুদা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ জানান, করোনার সংক্রমন বাড়ায় নতুন করে দামুড়হুদা উপজেলার আরও ৪টি গ্রাম লকডাউনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আমরা গ্রামগুলোতে গিয়ে লকডাউন কার্যকর করছি। আর আগামী ১৪ দিন লকডাউনকৃত গ্রামগুলোতে চায়ের দোকান বন্ধ থাকবে। প্রয়োজনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চায়ের দোকানীদের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও ওষুধ প্রদান করা হবে। করোনায় আক্রান্ত যারা বাড়িতে আইসোলেশনে আছেন তাদের ফল সামগ্রী উপহার পাঠানো হবে।
Leave a Reply