January 15, 2025, 4:15 pm
হুমায়ুন কবির, খোকসা/
সমতলে বসবাসকারী পিছিয়ে পড়া উপজাতির শিক্ষার্থীদের মূলধারায় শিক্ষায় ফিরিয়ে আনতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ তহবিল থেকে উপজাতির শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও শিক্ষাবৃত্তি টাকা বিতরণ করা হয়েছে।
শনিবার (৫ জুন) সকালে কুষ্টিয়ার খোকসা উপজেলার খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে উপকরণ ও শিক্ষাবৃত্তির নগত টাকা বিতরণ করা হয়।
খোকসা উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ্ উদ্দীন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কুষ্টিয়া -৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এর খোকসা উপজেলা প্রতিনিধি বাবুল আক্তার। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসহাক আলী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ মো: আশিকুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, উপজেলা আদিবাসী সমিতির নেতা অনিতা বুনুয়া ও তপন কুমার প্রমুখও।
ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে ৫৭ জন শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ বিতরণ ও ৯৫ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তির নগদ টাকা প্রদান করা হয়।
২০২০-২০২১ অর্থবছরের মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দের এক লক্ষ টাকা বরাদ্দ পায়। এই টাকার প্রাইমারী ও মাধ্যমিক স্তরে প্রতি শিক্ষার্থী ১ হাজার করে ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের প্রতি শিক্ষার্থী ১ হাজার ৬’শ টাকা করে দেওয়া হয়েছে।
Leave a Reply