October 30, 2024, 10:12 pm
জহির রায়হান সোহাগ/
চুয়াডাঙ্গার জীবননগরে সাপের কামড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম শফিকুল ইসলাম (৩৫)। তার বাড়ি জীবননগর উপজেলার গঙ্গাদাসপুরে। সে একই গ্রামের স্কুলপাড়ার মৃত আব্দুল লতিফের ছেলে।
আজ শুক্রবার বিকেল ৩টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে তার মৃত্যু হয়। মুহূর্তেই তার মরদেহ নিয়ে বাড়ি চলে যান স্বজনরা।
নিহতের পরিবারের লোকজান জানান, শুক্রবার সকাল ১১টার দিকে জীবননগর উপজেলার গঙ্গাদাসপুর গ্রামের একটি আম বাগানে আম বহনকারী ক্যারেট আনতে যান শফিকুল। ক্যারেটের মধ্যে আগে থেকেই ছিল একটি বিষধর সাপ। সে ক্যারেটটিতে হাত দিতেই ওই বিষধর সাপটি তাকে কামড় দেয়। পরে তার চিৎকারে ছুটে আসেন স্থানীয়রা। তাকে উদ্ধার করে নেয়া হয় জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়ার পরামর্শ দেন কর্তব্যরত চিকিৎসক। বিকেলে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস জানান, হাসপাতালে নেয়ার আগে মারা যান শফিকুল ইসলাম।
এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply