দৈনিক কুষ্টিয়া অনলাইন/
আগামী জুলাই থেকেই বীর মুক্তিযোদ্ধারা মাসিক সম্মানী ২০ হাজার টাকা পাবেন।
বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী বাবদ ২০২১-২২ অর্থবছরের জন্য ১ হাজার ৯২০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ফেব্রুয়ারি মাসে বীর মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী বাড়ানোর ঘোষণা দিয়েছিলেন।
২০১৩-১৪ অর্থবছর থেকে সরকার বীর মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী দিয়ে আসছে। মাসিক সম্মানীর পাশাপাশি বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসনের জন্য ৩০ হাজার ‘বীর নিবাস’ নির্মাণ করছে সরকার। বীর নিবাস নির্মাণে ৪ হাজার ১২২ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
প্রস্তাবিত বাজেটে বলা হয়, বীর মুক্তিযোদ্ধাদের আর্থ-সামাজিক অবস্থা উন্নয়নে প্রতি জেলা ও উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণের কাজ শেষ পর্যায়ে রয়েছে।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি