দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
জীবন-জীবিকাকে প্রাধান্য দিয়ে শুধু আগামীর পথে বাংলাদেশ এ প্রতিপদ্য কে সামনে রেখে ২০২১-২০২২ অর্থ বছরের সম্ভাবনা ও সমৃদ্ধির বাজেট কে স্বাগত জানিয়ে রেলি ও পথ সভা করে কুষ্টিয়া জেলা ছাত্রলীগ।
শুক্রবার (৪ জুন) কুষ্টিয়া বঙ্গবন্ধু চত্বরে বাজেট কে স্বাগত জানিয়ে জেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান অনিক এর নেতৃত্বে বর্ণাঢ্য রালির আয়োজন করে। এই সময় রালি কুষ্টিয়ার প্রধান সড়ক ও বাজার প্রদক্ষীণ করে বঙ্গবন্ধু চওরে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।
শিক্ষাবান্ধব ও উন্নয়নমুখী বাজেট প্রণয়ন করায় গণতন্ত্রের মানসকন্যা গণমানুষের নেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে কুষ্টিয়া জেলা ছাত্রলীগ। উক্ত সমাবেশে বাজেটকে মানুষের কল্যাণমুখী এক বার্তাবহ বলে অভিহিত করেন বক্তারা।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান অনিক, সাধারন সম্পাদক শেখ হাফিজ শেখ চ্যালেঞ্জ, সদর উপজেলা ছাএলীগ এর আহবায়ক আনিচুর রহমান আনিস সহ প্রমূখ।
বক্তারা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে বর্তমান ছাত্রলীগ করোনা মহামারীতে যে সুনাম এনেছে তা সাধারণ জনগণের কাছে প্রশংসনীয় হয়ে থাকবে বলে জানান।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি