January 9, 2025, 2:58 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক:
কুষ্টিয়ার দৌলতপুরে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ৮টার দিকে বাড়ীর পাশের ধনচে ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের গলায় ও চোখে আঘাতের চিহ্ন রয়েছে।
নিহতের নাম শ্যামলী খাতুন (৩০)। তিনি দৌলতপুরের ঘোড়ামারা গ্রামের তাজমত আলির মেয়ে। তার বিয়ে হয়েছিল। তবে স্বামীর সাথে বিচ্ছেদ হবার পর পিতার বাড়িতেই বসবাস করছিলেন।
ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন বলেন অনুমান করা হচ্গছে গত রাতে শ্বাসরোধ করে হত্যা করা হয় ওই নারীকে। তবে, কী কারনে হত্যা করা হয়েছে, তা এখনো জানা যায়নি।
Leave a Reply