দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক:
কুষ্টিয়ার কুমারখালীতে সবার হৃদয়ে রবীন্দ্রনাথ চেতনাতে নজরুল এই স্লোগান সামনে রেখে, কবি নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে গুনীজন সম্মাননা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ (০৪ জুন) শুক্রবার বিকাল ৫টায় গড়াই কৃষ্টি সংঘ কুমারখালী শাখা আয়োজনে গড়াই কমপ্লেক্সে থানা মোড় মালঞ্চ পার্টি সেন্টারে আলোচনা অনুষ্ঠিত হয়।
এ্যাড জয়দেব বিশ্বাস সঞ্চালনায়, মাহমুদ হোসেন এর সভাপতিত্বে মৃখ্য আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, অধ্যাপক স্বপ্ন রায়, লিটন আব্বাস, সোহেল আমীন বাবু, এ্যাড: আকরাম হোসেন দুলাল ও এ্যাড: শংকর মজুমদার সহ পমৃখ্য
Leave a Reply