October 30, 2024, 8:02 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
চলতি ২০২০-২১ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৫ দশমিক ২ শতাংশ অর্জিত হয়েছে। বৈশ্বিক মহামারির মধ্যে বাংলাদেশের এই জিডিপি প্রবৃদ্ধি এশিয়ার মধ্যে সর্বোচ্চ।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আসন্ন ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এই তথ্য জানিয়েছেন। অর্থমন্ত্রী আজ সংসদে ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট প্রস্তাব করেন। তিনি বলেন জীবন-জীবিকায় প্রাধান্য দিয়ে সুদৃঢ় আগামীর পথে বাংলাদেশ’ শিরোনামের এবারের বাজেটে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে জীবন-জীবিকা, দুর্বল স্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী করা, কর্মসংস্থান, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও কৃষি খাত। এটি দেশের ৫০তম, আওয়ামী লীগ সরকারের ২১তম এবং বর্তমান অর্থমন্ত্রীর তৃতীয় বাজেট।
Leave a Reply