হুমায়ুন কবির, খোকসাঃ
২০২০-২০২১ অর্থবছরের ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (দ্বিতীয় পর্যায়ের) (দ্বিতীয় সংশোধনী) এর আওতায় আরডি চাষীদের মাঝে মাছের পোনা ও উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ( ৩ জুন)সকালে উপজেলা মৎস্য অফিসের সামনে পোনা বিতরন কর্মসৃচীঅনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্য অফিসার রাশেদ হাসান এর উপস্থিতিতে উপজেলার শিমুলিয়া ইউনিয়ন ও শোমসপুর ইউনিয়নের আরডি ‘র ৪ জন মৎস্যচাষীদের মাঝে এই মাছের পোনা ও উপকরণ বিতরণ করা হয়।
মাছের পোনার মধ্যে ছিল পাবদা-গুলশা ২ টি, মনোসেক্স তেলাপিয়া ও কার্প মিশ্রচাষ।
উপকারভোগী প্রদর্শনী প্রাপ্তরা হলেন শিমুলিয়া ইউনিয়নের শ্রী অর্জুন হালদার, মিরাজুল ইসলাম, আজাদুর রহমান ও শোমসপুর ইউনিয়নের হেলাল তরফদার।
খোকসা উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান জানান, ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষীদের প্রণোদনার অংশ হিসাবে দ্বিতীয় ধাপে মনোসেক্স পোনা ৬ হাজার ৬’শ টি, পাবদা- গুলশা ১ হাজার ৩২০ টি ও কার্প মিশ্র ৪’শ টি পোনা প্রদান করা হয়। এ সময় জুম (অ্যাপস) মিটিং এর মাধ্যমে যুক্ত ছিলেন কুষ্টিয়া জেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাজদার রহমান।
উল্লেখ্য মাছের পোনা গুলো ময়মনসিং মৎস্য হ্যাচারী থেকে আনা হয়েছে
Leave a Reply