দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার খোকসা উপজেলার ৮ নং জয়ন্তীহাজরা ইউনিয়ন পরিষদের ২০২১- ২০২২ ইং অর্থবছরের সম্পূরক বাজেট পেশ করা হয়েছে। গত (২ জুন) বুধবার সকালে জয়ন্তীহাজরা ইউনিয়ন পরিষদে করোনা কালীন সামাজিক দুরত্ব বজায় রেখে বাজেট কার্যক্রম অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে উক্ত বাজেটের ২০২১- ২০২২ ইং অর্থবছরে রাজস্ব বাজেট ধরা হয়েছে ৮৫ লক্ষ টাকা। প্রস্তাবিত বাজেটের আয় ব্যায় ধরা হয়েছে ৯৬ লক্ষ ৬৫ হাজার টাকা। এ বছরের সম্পূরক বাজেটে আয় ব্যায় সমান রেখে কোন উদ্বৃত্ত রাখা হয়নি।
জয়ন্তীহাজরা ইউনিয়ন পরিষদ সচিব এ এস এম মাসুদ এর সঞ্চালনায় ২০২১- ২০২২ ইং অর্থবছরের আলোচনায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক জানান, মহামারী করোনাভাইরাস এর কারণে গ্রামীণ মানুষের অর্থনৈতিক চালিকাশক্তি কৃষি নির্ভরশীল এলাকায় শত প্রতিকুলতায় সাধারণ মানুষের জীবন জীবিকা টিকে থাকার নিমিত্তে এ বছর কোন নতুন করআরোপ করা হয়নি।
উক্ত বাজেট আলোচনায় ইউনিয়ন পরিষদের সকল সদস্যগণ সহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের ব্যক্তিবর্গ ও স্থানীয় গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি