December 23, 2024, 8:17 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, খোকসা/
প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের আওতায় প্রাণীসম্পদ প্রদর্শনী ২০২১ আগামী শনিবার (৫ জুন) সকালে সারাদেশের ন্যায় কুষ্টিয়া খোকসা উপজেলায় অনুষ্ঠিত হবে।
মহামারী করোনাভাইরাস এর কারণে সীমিত পরিসরে উপজেলার খোকসা জানিপুর সরকারি বিদ্যালয় মাঠে স্থানীয় প্রাণীসম্পদের সাথে সম্পৃক্ত ও প্রাণীসম্পদ খামারী ও ডেইরী ফার্ম মালিকদের নিয়ে ৫০ টি স্টল এর ব্যবস্থা করা হয়েছে।
উক্ত প্রদর্শনী ইনস্টল শুভ উদ্বোধনের সদয় সম্মতি জ্ঞাপন করেছেন কুষ্টিয়া -৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ।
উপজেলা প্রাণীসম্পদ অফিস কর্তৃক আয়োজিত প্রদর্শনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ্ উদ্দীন।
দিনব্যাপী এ প্রাণীসম্পদ প্রদর্শনীর শনিবার বিকালে সমাপনী অনুষ্ঠানে স্থানীয় প্রাণীসম্পদ উদ্যোক্তা ও খামারীদের পুরস্কার বিতরণ করবেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান।
Leave a Reply