October 30, 2024, 8:04 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
বুধবার সকাল ১১টায় কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা পরিষদের অর্থায়নে জাতীয় মহিলা সংস্থা কর্তৃক প্রশিক্ষণপ্রাপ্ত অসচ্ছল মহিলাদের বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে।
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান বলাকা পারভীন স্বপ্নার সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারবজ্জামান মিঠু।
জাতীয় মহিলা সংস্থার সমন্বয়কারী ডাঃ মোহাঃ আসমান আলী’র সাবলীল উপস্থাপনায় এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ভেড়ামারার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দীনেশ সরকার, ভেড়ামারা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বুলবুল হাসান পিপুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহম্মেদ, উপজেলা সমবায় অফিসার আনিছুর রহমান, ভেড়ামারা উপজেলা প্রেসক্লাব অনলাইন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম. আবু ওবাইদা-আল-মাহাদী, সাপ্তাহিক সীমান্ত কথা পত্রিকার সম্পাদক হেলাল মজুমদার ও দৈনিক মাটির পৃথিবীর রিপোর্টার সাংবাদিক মাসুদ রানা। উক্ত অনুষ্ঠানে ২১ জন সেলাই প্রশিৰণপ্রাপ্ত অসচ্ছল মহিলাদেরকে ২১টি সেলাই মেশিন প্রদান করা হয়।
Leave a Reply