January 3, 2025, 5:38 am
জহির রায়হান সোহাগ,চুয়াডাঙ্গা/
চুয়াডাঙ্গার জীবননগরে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এসময় উদ্ধার করা হয় ২৮ লিটার চোলাই মদ ও ১৫৫০ লিটার মদ তৈরির উপকরণ। গ্রেফতারকৃতরা আপন দুই ভাই ও এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক শরিয়ত উল্লাহ।
আজ মঙ্গলবার দুপুর ১২টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, মাদক কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার সকাল ৭ টা থেকে ১০ টা পর্যন্ত জীবননগর উপজেলার দত্তনগর পাতিলা গ্রামে অভিযান চালানো হয়। এসময় একই গ্রামের শ্রী ফনি সর্দারের ছেলে শ্রী নির্মল সর্দার ও শ্রী সনজিত সর্দার ও স্বর্গীয় জগন্নাথ কুমারের ছেলে শ্রী তপন কুমারের বাড়ি তল্লাশী করা হয়।
অভিযানে নির্মলের বাড়ি থেকে ১০ লিটার চোলাই মদ ও ৪৫০ লিটার মদ তৈরির উপকরণ, সনজিতের বাড়ি থেকে ১০ লিটার চোলাই মদ ও ৪২০ লিটার মদ তৈরির উপকরণ এবং তপনের বাড়ি থেকে ৮ লিটার চোলাই মদ ও ৬৬০ লিটার মদ তৈরির উপকরণ উদ্ধার করা হয়। অভিযানের সময় তপন কুমার পালিয়ে গেলেও গ্রেফতার করা হয় শ্রী নির্মল সর্দার ও শ্রী সনজিত সর্দারকে। তারা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের জীবননগর থানায় সোপর্দ করা হবে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মামলাও দায়ের করা হবে।
জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান নেতৃত্বে অভিযানে অংশ নেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, আবু নায়েম মোহাম্মদ কাজি নুরুন্নবী, আবুল হাসেম, উপ-পরিদশক আবুল কালাম আজাদ, সহকারি উপ-পরিদশক আজগার আলীসহ অন্যান্য সদস্যরা।
Leave a Reply