January 6, 2025, 8:58 pm
ঢাকা অফিস/
ফিফা বিশ্বকাপ কাতার ২০২২ ও এএফসি এশিয়ান কাপ চায়না ২০২৩ (প্রিলিমিনারি জয়েন্ট রাউন্ড -২) এর খেলা উপলক্ষ্যে বর্তমানে কাতারে অবস্থান করছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড়রা। দলের সঙ্গে যোগ দিতে সোমবার সকালে দেশ ছেড়েছেন মোহাম্মদ ইব্রাহীম।
জানা গেছে, আজ সকাল ১১টায় কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কাতারের উদ্দেশ্যে দেশ ছাড়েন ইব্রাহীম। সেখানে পৌঁছার পর তার করোনা টেস্ট করা হবে। সেখানে নেগেটিভ এলেই দলের সঙ্গে অনুশীলনে যোগ দিতে পারবেন তিনি।
এর আগে বিশ্বকাপ বাছাইপর্বের বাকি ম্যাচ খেলতে শুক্রবার কাতারে পৌঁছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। প্রথম করোনা পরীক্ষায় সবার ফলাফল নেগেটিভ আসায় এরই মধ্যে অনুশীলন শুরু করেছেন ফুটবলাররা।
কাতার প্রাথমিকভাবে নির্ধারিত সূচি অনুযায়ী রোববার থেকে অনুশীলন করার কথা ছিল বাংলাদেশ দলের। প্রথম করোনা পরীক্ষায় যাদের নেগেটিভ আসবে, তারাই পাবেন রোববার অনুশীলনের অনুমতি- এমনটাই ঠিক করা ছিল।
গতকাল স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টা) কাতার ইউনিভার্সিটি মাঠে অনুশীলন করেছে জামাল ভূঁইয়ার দল। ২৩ ফুটবলার ছাড়াও দলে আছেন ম্যানেজার, প্রধান কোচ, সহকারী কোচ, গোলরক্ষক কোচ, ফিটনেস কোচ, মিডিয়া অফিসার, ডাক্তার, ফিজিও ও টিম অ্যাটেন্ডেন্ট।
বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের বাকি থাকা তিন ম্যাচ মাঠে গড়াবে- ৩ জুন আফগানিস্তান, ৭ জুন ভারত এবং ১৫ জুন ওমানের বিপক্ষে।
Leave a Reply