হুমায়ুন কবির, খোকসা/
আসুন আমরা প্রতিজ্ঞা করি জীবন বাঁচাতে তামাক শাড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২১ যথাযথ মর্যাদায় পালিত হয়।
সোমবার (৩১ মে) বিশ্ব তামাকমুক্ত দিবস পালন উপলক্ষে কুষ্টিয়ার খোকসা উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ্ উদ্দীন এর সভাপতিত্বে সকাল সাড়ে ১১ টার সময় বর্ণাঢ্য রেলি উপজেলা চত্বর থেকে স্থানীয় বাস স্ট্যান্ড পর্যন্ত প্রদক্ষীণ করেন।
উক্ত রালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসাহাক আলী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ সবুজ কুমার সাহা, খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, উপজেলা আবাসিক মেডিকেল অফিসার প্রেমাংশু বিশ্বাস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও উপজেলা বিআরডিবি অফিসার শুকুর আলী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আরিফুল আলম তসর, স্থানীয় মুক্তিযোদ্ধা গণ, ইসলামী ফাউন্ডেশন মডেল কেয়ারটেকার হাফেজ সালাহউদ্দিন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও স্কুলের শিক্ষার্থীগণ।
এসময় মাদক থেকে সকলকে সুরক্ষা কল্পে নিয়ে নিজ জায়গা থেকে কাজ করার উদত্ত আহ্বান জানান হয়।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি