দৈনিক কুষ্টিয়া ডেস্ক/
শুরু থেকেই প্রতি চার বছর পরপর আয়োজিত হয়ে আসছে বিশ্বকাপ ফুটবল। তবে সম্প্রতি সৌদি আরব ফুটবল ফেডারেশন ফিফার কাছে ছেলে ও মেয়েদের বিশ্বকাপ দুই বছর পরপর আয়োজনের প্রস্তাব দিয়েছে। এরকম ভাবনার কোনো মানে খুঁজে পাচ্ছেন না উয়েফা প্রেসিডেন্ট আলেকজান্ডার সেফেরিন। তার মতে, এমনটা হওয়া অসম্ভব।
প্রস্তাব আসার পর ফিফার বার্ষিক অধিবেশন কংগ্রেসে সৌদি আরবের প্রস্তাবকে সমর্থন করা হয়। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা সে সময় জানায়, তারা এটার সম্ভাব্যতা যাচাই করে দেখবে। তবে বিষয়টি এখনো আলোচনার টেবিলে আছে। চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি।
এমতাবস্থায় এই ভাবনার পক্ষে নন সেফেরিন। শুক্রবার পর্তুগালের ক্রীড়া বিষয়ক ওয়েবসাইট রেকর্ডকে দেয়া সাক্ষাৎকারে তিনি নিজের ভাবনার স্বপক্ষে যুক্তি তুলে ধরার পাশাপাশি কথা বলেছেন বাস্তবতা নিয়েও।
এ বিষয়ে সেফেরিন বলেন, এটা (দুই বছর পরপর বিশ্বকাপ) অসম্ভব। পুরোপুরি একটা অযৌক্তিক ভাবনা। পরবর্তী বিশ্বকাপ ২০২২ সালে, এর পরের আসর ২০২৬-এ। ২০২৮ সালে আমাদের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ আছে। ফলে ওই বছর বিশ্বকাপ হলে ইউরোপিয়ান দলগুলো সেখানে খেলবে না।
তিনি আরো বলেন, একই সময়ে দক্ষিণ আমেরিকার দলগুলোর কোপা আমেরিকা থাকলে তারাও বিশ্বকাপ খেলতে পারবে না। এরপরও কি তখন বিশ্বকাপ হবে? এটা অবিশ্বাস্যরকম অযৌক্তিক ভাবনা। কেন আমাদের এটির প্রয়োজন, আমি জানি না।
এদিকে করোনাভাইরাস পরিস্থিতিতে ফুটবলারদের এমনিতেই ঠাসা সূচিতে খেলতে হচ্ছে। এতে বেড়ে গেছে তাদের চোটে পড়ার হারও। এই বাস্তবতাও তুলে ধরেছেন সেফেরিন।
তিনি বলেন, বর্তমান ক্যালেন্ডারে এটা অসম্ভব। কল্পনা করুন, প্রতি বছর মাসব্যাপী টুর্নামেন্ট খেলোয়াড়দের জন্য কেমন হবে। বর্তমান সময়ে তারা আরো বেশি চোট পাচ্ছে। কারণ তারা সবসময় খেলছে এবং ব্যস্ত সূচি রয়েছে। এটা রাজনৈতিক ভাবনা, কিন্তু বাস্তবে কোনো সমর্থন পাবে না।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি