December 22, 2024, 8:15 am
হুমায়ুন কবির, খোকসা/
২০২০-২০২১ অর্থবছরের কৃষক পর্যায়ে উন্নতমানের ডাল তেল ও মসলা বীজ উৎপাদন সংরক্ষণ ও বিপণন (তৃতীয় পর্যায়) প্রকল্পের আওতায় বীজ উৎপাদন প্রদর্শনী মাঠ দিবস ও রিভিউ ডিসকাশন রবিবার (৩০ মে) দুপুরে কুষ্টিয়ার খোকসা উপজেলার গোপগ্রাম ইউনিয়নে বড়ইচারা গ্রামে অনুষ্ঠিত হয়।
কৃষক টিক্কা খানের বাড়িতে অনুষ্ঠিত এই মাঠ দিবস ও রিভিউ ডিসকাশন অনুষ্ঠানে বরইচারা গ্রামের বাছাইকৃত ৮০ জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সবুজ কুমার সাহার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ শ্যামল কুমার বিশ্বাস। উপসহকারী কৃষি কর্মকর্তা ফিরোজ আলী মামুন ও স্থানীয় মেম্বার সহ গণ্যমান্য ব্যক্তিগণ উক্ত মাঠ দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উন্নত জাতের বারী মসুর ৮ এর জাতের বীজ সংরক্ষণ বিপণন ও মাঠ পর্যায়ে কৃষকদের হাতে পৌঁছে দিতে আজকের মাঠ দিবস ও রিভিউ ডিসকাশন বিশেষ ভূমিকা বহন করবে বলেও জানান হয়।
উন্নত জাতের বারি -৮ মসুর আবাদ করে স্থানীয় কৃষকদের চাহিদা পূরণ করেও অন্য জেলার চাহিদাও পূরণ করা সম্ভব। এই বারি -৮ মসুর আবাদে একর প্রতি ১.৮ মেট্রিক টন ফলন হবে বলেও স্থানীয় কৃষকদের মাঝে তুলে ধরা হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানানো হয়েছে, আগামীতে বারি -৮ মসুরের এই এলাকার ব্যাপক আবাদ হবে বলেও আশা প্রকাশ করা হয়
Leave a Reply