দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়া খোকসা উপজেলার শোমসপুর গ্রামের অ্যাডভোকেট মুলফত আলী কানু বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। শনিবার বাদ আসর শোসমপুর কবরস্থানে দাফন সম্পন্ন হয়। অ্যাডভোকেট মুলফত আলী কানু শনিবার দুপুরে নিজ বাড়িতে বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেন, (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার বাদ আছর শোমসপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে শোমসপুর কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
অ্যাডভোকেট মুলফত আলী কানু ২ ছেলে ও ১ মেয়ের বাবা ছিলেন। কুষ্টিয়া জজ কোর্টের সিনিয়র উকিল হিসেবে জীবনের কর্মক্ষম শেষ দিন পর্যন্ত ওকালতি করেন।
তিনি শোসমপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। এছাড়াও আবু তালেব ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। সদা হাস্যজ্জল ও মানবিক মনের অধিকারী একজন ব্যক্তির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি