January 3, 2025, 5:17 am
দৈনিক কুষ্টিয়া ডেস্ক/
করোনা প্রতিরোধে কোভ্যাক্সের পক্ষ থেকে ফাইজারের ১ লাখ ৬২০ ডোজ টিকা নির্ধারিত সময়ে দেশে পৌঁছাচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
পরিবহন সমস্যা সমাধান হওয়ায় রোববার রাতেই ফাইজারের টিকাগুলো ঢাকায় পৌঁছাবে।
এর আগে রোববার দুপুরে নিয়মিত করোনা বিষয়ক বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. রোবেদ আমিন জানিয়েছিলেন, বৈশ্বিক মহামারি করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে কোভ্যাক্সের পক্ষ থেকে ফাইজারের ১ লাখ ৬২০ ডোজ টিকা আজ দেশে আসছে না।
তখন স্বাস্থ্য অধিদফতরের মুখপত্র জানান, ফাইজারের টিকা নির্ধারিত সময় আসছে না। নির্দিষ্ট ফ্লাইটটি না পাওয়ায় টিকা আসার বিষয়টি নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। সেক্ষেত্রে টিকা আসতে কিছুটা দেরী হতে পারে।
তারও আগে শনিবার বিকেলে অধিদফতরের ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক জানিয়েছিলেন, কোভ্যাক্সের পক্ষ থেকে ফাইজারের ১ লাখ ৬২০ ডোজ টিকা রোববার রাত ১১টা ২০ মিনিটে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে পৌঁছাবে।
Leave a Reply