October 30, 2024, 8:03 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার দৌলতপুর থানাধীন সেলিম মন্ডল (৪২), নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। তিনি দৌলতপুর থানাধীন সংগ্রামপুর এলাকার পিতা-মোঃ ইন্তাদুল এর ছেলে।
রোববার (৩০ মে) বিকেলে৫:৩০ র্যাব-১২ কুষ্টিয়া ইউনিটের একটি আভিযানিক দল কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন হাসানপুর গ্রামস্থ জনৈক মোঃ আছাদুল হক এর মুদির দোকানের সামনে পাঁকা রাস্তার উপর’’ একটি মাদক অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
এসময় তার কাছ থেকে ১৫০পিচ ইয়াবা ট্যাবলেট সহ মোবাইল ফোন-০২টি,ও ০৩ টি সীমকার্ড- সহ জব্দ করা হয়। জব্দকৃত আনুমানিক মূল্য প্রায় ৭৫,০০০/- (পচাত্তর হাজার) টাকা,
র্যাব-১২ সিপিসি-১, কুষ্টিয়া ইউনিটের কোম্পানী কমান্ডার মাহফুজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ইয়াবা ট্যাবলেট সহ ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে উদ্ধারকৃত আলামত সহ ধৃত আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামী’কে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে
Leave a Reply