দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
বছর না পেরোতেই কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের বেহাল দশা। সড়কের প্রায় জায়গায় ঢেউ ঢেউ এবং ঢিবি উৎস হিসেবে পরিণত হয়েছে বলে যখন তখন বড় ধরনের দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে এই রাস্তায় চলাচলরত যানবাহন
কুষ্টিয়া থেকে রাজবাড়ী পর্যন্ত প্রায় ৬০কি.মি. রাস্তা ২০০কোটি টাকারও বেশি ২০১৭ সালের জুন থেকে ২০২০ সালের জুন পর্যন্ত তিন বছর সময় ধরে পূণ:নির্মাণ করা হয়েছে। অথচ নির্মাণ কাজ একবছর শেষ হতে না হতেই এখনই রাস্তা সেই আগের মতোই এবড়ো খেবড়ো হয়ে রাস্তার মধ্যে বড়ো বড়ো উঁচু উঁচু ঢিবি তৈরী হয়ে গেছে।
সড়ক বিভাগের অধিকাংশই ঠিকাদারি প্রতিষ্ঠান নিম্নমানের সামগ্রী ও বিভিন্ন সময় বিভিন্ন অজুহাতে উপস্থাপন করে বরাদ্দের কোটি কোটি টাকা লুট করছে বলে এলাকাবাসীর দাবী। এ মহা সড়কের কুমারখালী বাস স্টান্ড ও গোল চত্বর এলাকা সহ বিভিন্ন জায়গায় এরকম এবড়োথেবড়ো ও উঁচু-নিচু ঢেউ খেলানো তৈরি হয়েছে।
ফলে এই রাস্তায় যাতায়াতরত দ্রুতগতিসম্পন্ন বাস-ট্রাক ও অন্যান্য গাড়িগুলো যখন তখন বড় ধরনের দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে। এই রাস্তায় চলাচলকারী গাড়ীগুলোর মধ্যে শনিবার সকালে খোকসা উপজেলার বরকতুল্লাহ ফিলিং স্টেশনের সামনেও লোকাল গাড়ির সাথে বাইসাইকেল আরোহী ইউসুফ নিহত হয়েছেন।
এই রাস্তায় চলাচলকারী গাড়িগুলো ড্রাইভার বা চালক গুলোর সাথে কথা বললে তারা বলেন, দূর থেকে দেখে মনে হয় রাস্তাটি ভালো আছে। কিন্তু দ্রুতগতির গাড়ী চালিয়ে এসে উঁচু নিচু রাস্তায় গতি নিয়ন্ত্রণে রাখা খুব কঠিন হয়ে যায়। ফলে প্রায়সই ঘটছে বড় ধরনের দুর্ঘটনা। ক্ষতি সাধিত হচ্ছে যান ও মালের। বিষয়টি অতি জনগুরুত্বপূর্ণ হওয়াই সড়ক ও জনপথ বিভাগ সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করছে এই রাস্তা ব্যবহারকারী জনসাধারণ।
Leave a Reply