December 22, 2024, 8:14 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, খোকসা/
উজানে পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় শাখা গড়াই নদীতে এখন মিঠা পানির প্রবাহ বৃদ্ধি পেয়েছে। ভাটির ২২ মিটার দূরে কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর খেয়া ঘাটে গড়াই নদীতে খেয়া নৌকা চলাচল করছে।
নদীতে আশানুরূপ পানি প্রবাহ না হওয়ায় ডুব চরের কারণে অনেকটা নদী ঘুরে খেয়া-পারাপার করতে হচ্ছে এপার-ওপারের বাসিন্দাদের।
এতে দুপারের বাসিন্দাদের যাতায়াতের যেমন সময় লাগছে বেশি তেমনই খেয়াপারের নদী নৌকার জ্বালানী খরচ বৃদ্ধি পেয়েছে ফলে খেয়াঘাটের ভাড়া বেশী নেওয়া হচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।
বছরের চার মাস গড়াই নদীতে পানি প্রবাহ না থাকায় এপার-ওপার মানুষের যাতায়াত করতো বালুচরের হেঁটে অথবা চরাটের উপর দিয়ে।
Leave a Reply