December 22, 2024, 8:22 am
জহির রায়হান সোহাগ ,চুয়াডাঙ্গা/
চুয়াডাঙ্গার দর্শনায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের (২০) মৃত্যু হয়েছে।
আজ শনিবার সকাল ১০টায় তার মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে রেলওয়ে পুলিশ। তার পরিচয় শনাক্তে আশপাশের থানাগুলোতে খবর দেয়া হয়েছে।
চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক নরেশ চন্দ্র জানান, শুক্রবার রাতে চুয়াডাঙ্গা-খুলনা রেললাইনের দর্শনা হল্ট স্টেশনের অদূরে রেললাইনের উপর এক অজ্ঞাত যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে খবর দেয়া হয় রেলওয়ে পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়।
তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে, গোয়ালন্দ ঘাট থেকে ছেড়ে আসা খুলনাগামী নকশিকাঁথা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই যুবক মারা গেছেন। ওই যুবক ট্রেন থেকে পড়ে লাইনে কাটা পড়তে পারে বলেও ধারনা করা হচ্ছে। অজ্ঞাত ওই যুবকের পরনে নীল শার্ট ও জিন্সের প্যান্ট রয়েছে। তার পরিচয় শনাক্তে আশপাশের থানাগুলোতে খবর দেয়া হয়েছে।
Leave a Reply