October 30, 2024, 8:03 pm
জহির রায়হান সোহাগ,চুয়াডাঙ্গা/
চুয়াডাঙ্গায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক ব্যক্তি মারা গেছেন। তার নাম আব্দুল মান্নান (৫০)। তিনি দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে।
আজ শনিবার সকাল ৯ টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডের রেড জোনে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৬৭ জনে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. এএসএম ফাতেহ্ আকরাম জানান, গত ২৭ মে জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে সদর হাসপাতালে ভর্তি হন আব্দুল মান্নান। করোনাভাইরাসের উপসর্গ থাকায় তাকে করোনা আইসোলেশন ওয়ার্ডের হলুদ ইয়োলো জোনে ভর্তি করা হয়। ওই দিনই তার শরীর থেকে নমুনা নেয়া হয়। পরদিন ২৮ মে নমুনার প্রাপ্ত ফলাফলে তিনি করোনা শনাক্ত হলে করোনা আইসোলেশন ওয়ার্ডের রেড জোনে ভর্তি করা হয়। আজ সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এদিকে স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ১০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৯৫৬ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ জন। মোট সুস্থ হয়েছেন ১ হাজার ৮১১ জন। এ পর্যন্ত মারা গেছেন ৬৭ জন।
Leave a Reply