December 22, 2024, 12:55 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
চুয়াডাঙ্গায় ভারত থেকে আসা নাগরিকদের একটি কোয়ারেন্টাইন সেন্টারে মানহীন ও পচা খাবার সরবরাহের অভিযোগে শহরের হোটেল মেহমান সিলগালা করে দেয়া হয়েছে।
জেলা প্রশাসনের একটি ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে। আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান জানান হোটেল মালিক দোষ স্বীকার করেছে যে খাবারের মান ভাল ছিল না।
বেলা সাড়ে ১১টার দিকে এ আদালত পরিচালিত হয়।
চুয়াডাঙ্গা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) ঐ সেন্টারে ১১৪ জন ভারত ফেরত নাগরিক রয়েছেন।
এদের তিনবেলা খাবারের যোগান দেয়া হচ্ছে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন কর্তৃক নির্ধারিত তিনটি রেস্তোরা থেকে। সরকারি নির্দেশনা অনুযায়ী থাকা খাওয়ার সব খরচ বাবদ কোয়ারেন্টাইন থাকা প্রতিজন ১৪ দিনের জন্য ৫ হাজার টাকা অগ্রিম পরিশোধ করেছেন।
বুধবার রাতে ভাতের সাথে সরবরাহকৃত মাছ থেকে পচা গন্ধ বের হলে সেখানে অসন্তোষ সৃষ্টি হয়। রাতেই কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিবর্গ বিক্ষোভ প্রদর্শন করেন। অনেকে খাবার ছেড়ে উঠে আসেন। অনেকে টিটিসি ভবনের জানালা দিয়ে ফেলে দেন খাবার।
খবর পেয়ে সেখানে পৌঁছান চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও পুলিশের কর্মকর্তারা। পরে সবাইকে শান্ত করা হয়।
কোয়ারেন্টিনে থাকা যাত্রীদের খাবারসহ ব্যবস্থাপনার দায়িত্বে থাকা জেলা প্রশাসনের এনডিসি আমজাদ হোসেন রাতেই জানান খাবার সরবরাহকারী মেহমান হোটেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে চুয়াডাঙ্গার জেলা প্রশাসক নজরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি হোটেল মালিকের নীতিহীন বিবেককে দায়ী করেন।
“কোয়ারেন্টাইনে থাকা মানুষদের সাথে এ ধরনের আচরন করা খুবই নীতিহীন একটি কাজ,” জেলা প্রশাসক বলেন। তিনি বলেন এসব হোটেলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। হোটেল পরিবর্তন করে আরো ভাল খাবার সরবরাহের ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে বলে তিনি জানান।
Leave a Reply