প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ২:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৭, ২০২১, ১০:৫৭ পি.এম
কুষ্টিয়ায় করোনার রোগী বাড়ছে
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
সীমান্তবর্তী জেলা কুষ্টিয়ায় করোনার রোগী বাড়ছে। এখানে এক সপ্তাহে (২০-২৬মে) নতুন করে করোনা সনাক্ত হয়েছে ১২০ জন। এর আগের এক সপ্তাহে (১৩-১৯ মে) করোনা রোগী পাওয়া যায় ৫০ জন। এক সপ্তাহের ব্যবধানে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৭০ জন। এরপরও মানুষের মধ্যে তেমন সচেতনতা নেই। স্বাস্থ্যবিধি মানছেন না অনেকেই। বৃহস্পতিবার কুষ্টিয়া পৌরবাজার এবং কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ঘুরে স্বাস্থ্যবিধি না মানার প্রবণতা দেখা গেছে। অধিকাংশেরই মুখে মাস্ক নেই। সবাই চলছেন গা ঘেঁষে, গাদাগাদি করে। এদিকে গত শনিবার থেকে ভারত থেকে বিশেষ ব্যবস্থায় কুষ্টিয়া ফিরেছেন ১৪৭ জন।
কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এইচএম আনোয়ারুল ইসলাম বলেন, ভারত ফেরতদের মধ্যে তিন জন করোনা রোগী পাওয়া গেছে। এদের একজনের অবস্থা খারাপ, তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
তিনি বলেন, ভারত ফেরতদের সবারই নমুনা নিয়ে ঢাকায় পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে জানা যাবে এদের মধ্যে কারো ভারতীয় ভ্যারিয়েন্ট আছে কি না। সিভিল সার্জন বলেন, ঈদের সময় মানুষ স্বাস্থ্যবিধি না মেনে মেলামেশা করায় সম্প্রতি আক্রান্তের হার বেড়েছে। তবে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছেন বলেন তিনি।
তিনি বলেন, ১০ দিন আগে নমুনার তুলনায় আত্রান্তের হার ছিল ১০ থেকে ১২ শতাংেশের মধ্যে। সেটাও বেড়েছে। এখন আক্রান্ত হচ্ছেন ১৩ থেকে ১৬ শতাংশ। সিভিল সার্জন বলেন, জেলার সীমান্ত দিয়ে যাতে অবৈধভাবে কেউ প্রবেশ করতে না পারে সে ব্যাপারে কুষ্টিয়ার সব প্রশাসনকে সতর্ক রাখা হয়েছে। তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এ পর্যন্ত কুষ্টিয়ায ৪ হাজার ৮শ ৬৬ জন করোনা আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে ১১০ জনের।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি