দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক:
কুষ্টিয়ার মিরপুরে হাজী ওয়াহেদ আলীর স্মরণে ফুলবাড়ীয়া স্বেচ্ছাসেবী সংস্থা ও খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের যৌথ উদ্যোগে “অন্ধ জনে দেহ আলো ” শ্লোগানে বৃহস্পতিবার (২৭ মে) দিনব্যাপী মহিলা ডিগ্রী কলেজে বিনা মূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হচ্ছে। পোড়াদহ ইউনিয়ন পরিষদের চেয়াম্যান আনোয়ারুজ্জামান বিশ্বাস মজনু প্রধান অতিথি থেকে এ চক্ষু শিবিরের উদ্বোধন করেন। এ সময়ে ফুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আব্দুস সালাম, ফুলবাড়ীয়া স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতি জাহিদ আলী, পরিচালক ইয়ারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের সহকারী সার্জন ডাঃ আসিফ হাসান ও ডাঃ অয়ন সেন চক্ষু রোগী দেখবেন এবং ব্যবস্থাপত্র প্রদান করবেন। তাদেরকে ক্যাম্পের অর্গানাইজর মিজানুর রহমানের নেতৃত্বে ১১ সদস্যে একটি দল সার্বিক সহযোগিতা করছে। এ ব্যাপারে ফুলবাড়ীয়া স্বেচ্ছাসেবী সংস্থার পরিচালক ইয়ারুল ইসলাম জানান অপারেশন ও লেন্স সংযোজনের জন্য মনোনীত ব্যক্তিদের বিনামূল্যে চিকিৎসা প্রদান ও অপারেশন করা হবে।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি