October 30, 2024, 10:13 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর গ্রামের মৃত কবির শেখ ও রোজিনা খাতুন এর পুত্র তাশিদ আহম্মেদ দিগন্ত (দিগু) নিখোঁজের থানায় জিডি করেছেন তার মামা শরিফুল ইসলাম খোকন। ১২ নিখোঁজ হয়েছে৷ ঘটনায় জানা গেছে, গত ৩০ মার্চ ২০২১ তারিখ সকাল ৯ টায় বাড়ি থেকে মাদ্রাসা যাওয়ার উদ্দেশ্য রওনা দেয়। কিন্তু সে মাদ্রায় পৌছায় নাই। তার পর থেকে তাশিদ আহম্মেদ দিগন্তের কোন সন্ধান না পেয়ে কুষ্টিয়ার খোকসা থানায় তাশিদের মামা শফিকুল ইসলাম খোকন একটি সাধারন ডায়েরি করেছেন।
পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজা খুজি করে মাদ্রাসার শিক্ষার্থীর সন্ধান পাই নাই। পরিবার সূত্রে জানাগেছে শিশুটির গায়ের রঙ ফর্সা, উচ্চতা ৪ফিট, তার গায়ে ছিলো কালো খয়েরী রঙের পাঞ্জাবি, পরনে ছিলো লাল চেক রঙের লুঙ্গি। শিশুটির সন্ধান পেতে পথ চেয়ে বসে আছে তার পরিবার। ছেলেটির কোন সন্ধান পেলে ০১৯৬৯-৩৬২৩৪৬ নম্বর অথবা নিকটস্থ থানায় জানানোর অনুরোধ জানিয়েছেন পরিবারের লোকজন।
Leave a Reply