December 22, 2024, 6:16 pm
দৈনিক কুষ্টিয়া স্পোর্টস ডেস্ক/
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও শ্রীলংকা। সিরিজের প্রথম ওয়ানডে বেশ সহজেই জিতে এক ধাপ এগিয়ে আছে স্বাগতিকরা। সিরিজ জয়ের মিশনে দুটি পরিবর্তন নিয়ে নামছে তামিম ইকবালের দল।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টানা দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। ম্যাচটি শুরু হবে দুপুর একটায়। খেলা সরাসরি উপভোগ করা যাবে গাজী টিভি ও টি স্পোর্টসের পর্দায়।
এ ম্যাচে বাংলাদেশ দলে এসেছে দুটি পরিবর্তন। তাসকিন আহমেদের জায়গায় সুযোগ পেয়েছেন শরীফুল ইসলাম। এ ম্যাচ দিয়েই তার অভিষেক হচ্ছে। এছাড়া মোহাম্মদ মিঠুনের জায়গায় দলে ঢুকেছেন মোসাদ্দেক হোসেন সৈকত।
শ্রীলংকা অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নেমেছে।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
শ্রীলংকাএকাদশ: কুশল পেরেরা, দানুশকা গুনাথিলাকা, পাথুম নিশাংকা, কুশল মেন্ডিস, ধনঞ্জয় ডি সিলভা, দাসুন শানাকা, আসেন বান্দারা, ডি সিলভা, ইসুরু উদানা, লক্ষ্মণ সান্দাকান ও দুশমন্থ চামিরা।
Leave a Reply