December 22, 2024, 6:33 pm
জহির রায়হান সোহাগ,চুয়াডাঙ্গা/
চুয়াডাঙ্গার দামুড়হুদায় তালশাঁস খাওয়ানোর কথা বলে ডেকে নিয়ে এক শিশুকে (৬) বলাৎকারের অভিযোগ উঠেছে।
বিগত সোমবার রাত ৯টার দিকে নির্যাতনের শিকার ওই শিশুকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিকেলে দামুড়হুদা উপজেলার চন্ডীপুর গ্রামে ওই ঘটনা ঘটে। শিশুটি একই গ্রামের একটি কিন্ডার গার্টেন স্কুলের শিশু শ্রেণির ছাত্র। ওই ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছে ভুক্তভোগী শিশুটির পরিবার।
নির্যাতনের শিকার শিশুটির বাবা জানান, বিকেলে বাড়ির পাশের একটি মাঠে অন্য শিশুদের সাথে খেলা খেলতে বের হয় আমার ছেলে। এসময় গ্রামের বখাটে যুবক রাকিব হোসেন (১৯) তাকে তালশাঁস খাওয়ানোর কথা বলে মাঠের মধ্যে একটি আম বাগানে নিয়ে যায়। সেখানে জোরপূর্বক তাকে বলাৎকার করে রাকিব। পরে বিষয়টি কাউকে না বলার জন্য হুমকিও দেয় সে। বাড়ি ফিরে আমার স্ত্রীকে ঘটনাটি খুলে বলে আমার ছেলে। ক্রমেই অসুস্থ হয়ে পড়লে তাকে গ্রামের পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যায় আমার স্ত্রী। চিকিৎসক তাকে সদর হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। তিনি আরও জানান, আমি বাড়ি ছিলাম না। বাড়ি ফিরে বিষয়টি জানতে পারি। পরে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। ওই ঘটনায় আমরা থানায় মামলা করবো।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাকিল আর সালান জানান, হাসপাতালে ভর্তির পর শিশুটি বেশ কয়েকবার বমি করেছে। তাকে পরীক্ষা-নিরীক্ষা করে বলাৎকারের আলামত পাওয়া গেছে। শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply