December 22, 2024, 6:18 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়া শহরের মজমপুরে একটি অটোরিক্সায় আগুন লেগে যায়। স্থানীয়রা পানি নিক্ষেপ করে অনেক চেষ্টা করেও আগুন নেভাতে পারেনি। দীর্ঘক্ষণ ধরে পুড়ে নি:শেষ হয়ে নিভে যায় আগুন। বেলা সোয়া ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আগুন নেভানোর কাজে অংশ নেয়া আনিসুজ্জামান বলেন, মজমুপর গেটে মেজবার হোসেনের ফলের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
গোডাউন থেকে ফল এনে দোকানের সামনে নামানো হচ্ছিল। এসময় সট সার্কিট হয়ে অটো রিক্সার ব্যাটারিতে আগুন লেগে যায়। অটোর পেছনের দিকে আগুন দাউদাউ করে জ্বলতে থাকে।
স্থানীয়রা পাইপের মাধ্যমে এবং বালতিতে করে পানি নিক্ষেপ করে আগুন নেভানোর চেষ্টা করেও কোন কাজ হয়নি। আনিসুজ্জামান বলেন, পানি যতো দিই আগুন নেভে না। শেষ পর্যন্ত ব্যাটারি পুড়ে শেষ হয়ে আগুন নিভে যায়। ছোট আগুন নিজেরাই নিভিয়ে ফেলতে পারবেন বলে কেউ ফায়ার সার্ভিসকে খবর দেয়নি। পুড়ে যাওয়া অটোরিক্সা চালকের নাম মো. শাজাহান। তার বাড়ি শহরতলীর মঙ্গলবাড়িয়ায়।
Leave a Reply