December 21, 2024, 10:24 pm
জহির রায়হান সোহাগ,চুয়াডাঙ্গা/
যশোরে ব্যক্তি মালিকানাধীন মাদকাসক্ত নিরাময় ও পুনর্বাসনকেন্দ্রে বর্বরোচিত নির্যাতনে নিহত যুবক মাহফুজ হত্যার সুষ্ঠু বিচার ও দোষীদের ফাঁসির দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন করা হয়েছে। নিহত মাহফুজুর রহমান চুয়াডাঙ্গার জীবননগর পৌর এলাকার বাসস্ট্যান্ডপাড়ার মনিরুজ্জামানের ছেলে।
আজ মঙ্গলবার দুপুরে জীবননগর বাসস্ট্যান্ডে ওই মানববন্ধন করেন নিহতের পরিবার ও এলাকাবাসী। স্কুলের ছাত্র সমাজের ব্যানারে আয়োজিত মানববন্ধনে এলাকার সুধী সমাজের নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন জীবননগর পৌরসভার সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, পৌর আওয়ামলীগের সভাপতি নাসির উদ্দিন, সাবেক উপাধ্যক্ষ নজরুল ইসলামসহ সুধী সমাজের নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, মাদকাসক্ত নিরাময় কেন্দ্র পরিচালনার নামে মানুষ হত্যা করা হচ্ছে। চুয়াডাঙ্গার ছেলে মাহফুজুর রহমানকে পিটিয়ে হত্যা করার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, তাকে অত্যন্ত নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। হত্যাকারীদেরকে সুষ্ঠু বিচার করতে হবে। দ্রুত বিচারের আওতায় এনে দোষীদের ফাঁসিরও দাবী তোলেন বক্তারা। পরে সেখানে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
উল্লেখ্য, গত শনিবার যশোরে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে মাহফুজর রহমান (২০) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পরদিন রোববার দুপুরে ১৪ জনকে আসামি করে যশোর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহত মাহফুজুর রহমানের বাবা মনিরুজ্জামান। মামলার এজাহারভুক্ত ১৪ জনকেই গ্রেফতার করেছে পুলিশ। নিহত মাহফুজুর রহমান চুয়াডাঙ্গার জীবননগর পৌর এলাকার বাসস্ট্যান্ডপাড়ার মনিরুজ্জামানের ছেলে।
Leave a Reply