January 15, 2025, 6:51 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
প্রথম ওয়ানডের মতো দ্বিতীয় ম্যাচেও টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। দ্বিতীয় ওভারেই অধিনায়ক তামিম ইকবাল ও সাকিব আল হাসান আউট হয়ে গেছেন।
সিরিজ জেতার হাতছানি থাকা একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। আগের ম্যাচে কিছুটা খরুচে বল করা পেসার তাসকিন আহমেদের জায়গায় প্রথমবারের মতো ওয়ানডে ম্যাচে অভিষেক হয়েছে বাঁহাতি পেসার শরিফুল ইসলামের। নিউজিল্যান্ডে টি-টোয়েন্টি এবং শ্রীলঙ্কায় টেস্ট অভিষেক হয় এই তরুণের। দেশের মাঠে তিনি খেলতে যাচ্ছেন প্রথম আন্তর্জাতিক ম্যাচ।
প্রথম ম্যাচে প্রথম বলেই আউট হওয়া মোহাম্মদ মিঠুন একাদশে জায়গা হারিয়েছেন। তার জায়গায় খেলছেন মোসাদ্দেক হোসেন সৈকত। ব্যাটিংয়ের পাশাপাশি তার অফ স্পিনও নেওয়া হয়েছে বিবেচনায়। বাংলাদেশ একাদশে আছেন তিন পেসার, আছেন চার স্পিনিং অলরাউন্ডারও। বেশ কয়েকটি বোলিং বিকল্প তাই থাকছে তামিমের।
আগের ম্যাচ হারলেও একাদশে কোন বদল আনেনি শ্রীলঙ্কা। প্রথম ম্যাচে খেলা এগারো জনের উপরই আস্থা রেখেছে তারা। অর্থাৎ বিশেষজ্ঞ দুই পেসারের সঙ্গে তিন স্পিনার খেলাচ্ছে তারা।
প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৩৩ রানে হারিয়ে সিরিজে এগিয়ে আছে স্বাগতিকরা। এই ম্যাচ জিতলে প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতবে তামিম ইকবালের দল।
Leave a Reply