January 15, 2025, 10:56 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়া জেলা পুলিশের ৯ কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে।
সোমবার (২৪ মে) এটি কার্যকর হয়েছে। আজ (মঙ্গলবার) রদবদলকৃত পদে সবাই যোগদান করবেন।
পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়ার কুমারখালী ফাঁড়ির ইনচার্জ আননুর যায়েদকে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ইন্সপেক্টর (তদন্ত) পদে এবং কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ইন্সপেক্টর (তদন্ত) শেখ মো. রিফাতুল ইসলামকে কুমারখালী ফাঁড়ির ইনচার্জ পদে বদলি করা হয়েছে।
কুষ্টিয়া দৌলতপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. শাহাদৎ হোসেনকে কুষ্টিয়া জেলা পুলিশের বিশেষ শাখায় পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদে এবং জেলা বিশেষ শাখার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. শফিকুল ইসলামকে দৌলতপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) পদে বদলি করা হয়েছে। কুষ্টিয়ার কুমারখালী চৌরঙ্গী তদন্ত কেন্দ্রের ইনচার্জ আল ইমরানকে সদর কোর্ট ইন্সপেক্টর-১ পদে এবং সদর কোর্ট ইন্সপেক্টর-১ মো. রেজাউল করিমকে কুষ্টিয়ার মিরপুর সার্কেল অফিসে বদলি করা হয়েছে।
মিরপুর সার্কেল অফিসের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. ইদ্রিস আলীকে চৌরঙ্গী তদন্ত কেন্দ্রের ইনচার্জ পদে বদলি করা হয়েছে। কুষ্টিয়ার খোকসা থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. আকিবুল ইসলামকে কুষ্টিয়া মডেল থানার ইন্সপেক্টর অপারেশন পদে এবং কুষ্টিয়া মডেল থানার ইন্সপেক্টর (অপারেশন) মো. মামুনুর রশীদকে খোকসা থানার ইন্সপেক্টর (তদন্ত) পদে বদলি করা হয়েছে।
এদিকে দুদিন আগে শওকত কবিরের জায়গায় কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে মো. সাব্বিরুল আলম যোগদান করেছেন।
কুষ্টিয়ার পুলিশ সুপার মো. খাইরুল আলম বলেন, জনস্বার্থে বদলির এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।
Leave a Reply