December 22, 2024, 10:30 pm
জহির রায়হান সোহাগ, চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গায় নেশা করতে নিষেধ করায় এক নারীকে কুপিয়ে জখম করছে তার স্বামী।
বিগত রোববার সন্ধ্যায় সদর উপজেলার নতুন ভান্ডারদহ গ্রামে ওই ঘটনা ঘটে। আহত মালা খাতুন (৩৫) সদর উপজেলার নতুন ভান্ডারদহ গ্রামের ওহাব আলী স্ত্রী। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রতিবেশীরা জানান, নিয়মিত নেশা করেন ওহাব আলী। এ নিয়ে প্রায়ই তার স্ত্রী মালা খাতুনের সাথে ঝগড়া হতো। সন্ধ্যায় মাদকাসক্ত অবস্থায় বাড়ি ফেরেন ওহাব। এর প্রতিবাদ করলে স্ত্রী মালা খাতুনকে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে মাথায় কোপ মারেন তিনি। এতে গুরুতর জখম হন মালা খাতুন। তার চিৎকারে ছুঁটে এসে তাকে উদ্ধার করে প্রতিবেশীরা। পরে তাকে নেয়া হয় সদর হাসপাতালে।
মালা খাতুন অভিযোগ করে বলেন, আমার স্বামী দীর্ঘদিন ধরে নেশা করেন। নিষেধ করার পরও তিনি মাদক ছাড়েন না। প্রতিবাদ করলে উল্টো আমাকে মারধর ও নির্যাতন করে। ছোটখাটো যে কোন বিষয় নিয়েও আমাকে মারধর করে আমার স্বামী। আমি মেয়ে-জামাইয়ের সামনে মুখ দেখাতে পারিনা।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহেদ মাহমুদ রবিন জানান, মালা খাতুনের অবস্থা আশঙ্কামুক্ত। ধারালো অস্ত্রের কোপে জখম হয়েছে তার মাথা। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, ওই ঘটনায় এখনও কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply