প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২১, ২০২৪, ৮:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৪, ২০২১, ৮:১৪ পি.এম
খোকসায় দ্বিতীয় ডোজের করোনার টিকা পাননি ১ হাজার ৮’শ জন
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
সারাদেশের ন্যায় কুষ্টিয়ার খোকসা উপজেলায় করোনা মহামারীর টিকা দ্বিতীয় ডোজ ১ হাজার ৮'শ জন এখনো পাননি। এখনে টিকাদান কার্যক্রমের অনেকটাই মুখথুবড়ে পড়েছে বলে দাবি করছেন টিকা প্রার্থীরা।
খোকসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান সোহেল জানান, এ পর্যন্ত নিবন্ধিত টিকাদানের মধ্যে প্রথম ডোজ ৫ হাজার ২'শ জনকে দেওয়া হয়েছে। দ্বিতীয় ডোজের মাত্র ৩ হাজার ৪'শ জনকে দেওয়া হয়েছে। এখনও ১ হাজার ৮'শ জনকে দ্বিতীয় ডোজের টিকা দেওয়া সম্ভব হয়নি।
তিনি জানান সরকারের নির্দেশনায় প্রথম ডোজের কার্যক্রম টিকা দেওয়া কার্যক্রম বন্ধ হয়েছে মে মাসের ১০ তারিখ থেকে। সর্বশেষ ২১ মে ২০২১ তারিখে পাওয়া দ্বিতীয় ডোজের জন্য টিকায় মাত্র এক শত জনকে টিকা দান করা হয়েছে।
তার ভাষায় নতুন টিকা আসা পর্যন্ত টিকাদান কার্যক্রম অনেকটাই স্থবির থাকবে।
এদিকে ঈদ পরবর্তীতে কুষ্টিয়া জেলা শহরে বাইরে থেকে আগতদের কারনে করোনার নতুন সনাক্ত বৃদ্ধি পেয়েছে বলেও তিনি জানান।তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন কুষ্টিয়া জেলার খোকসা উপজেলায় করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা অনেকটাই কম।
উপজেলার সাধারণ জনগণকে স্বাস্থ্যবিধি মানাতে বাধ্য ও জনসচেতনতায় এর মূল কারণ বলেও দাবি করলেন স্বাস্থ্য বিশেষজ্ঞগণ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার সর্বশেষ বুলেটিনে জানানো হয়েছে এ পর্যন্ত উপজেলায় মোট করোনায় আক্রান্ত সংখ্যা ২০১ জন। করোনা থেকে পুরোপুরি সুস্থ হয়েছেন ১৮৫ জন। বর্তমানে হোম আইসোলেশনে আছে ১০ জন এবং করোনায় মৃত্যু বরণ করেছে ৬ জন।
এ ছাড়াও স্বাস্থ্য বুলেটিনে আরও বলা হয়েছে, স্বাস্থ্যবিধি মেনে সকলকে চলাচল করার জন্য। অবশ্যই মাস্ক ব্যাবহার করতে হবে। হ্যান্ড স্যানিটাইজার অথবা সাবান-পানি দিয়ে বারবার হাত ধুতে হবে। সামাজিক দূরত্ব বজায় রেখে সকলকে চলার জন্য বিশেষভাবে নির্দেশনা প্রদান করা হয়েছে।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি