October 30, 2024, 10:14 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক:
কুষ্টিয়ার খোকসা উপজেলা থেকে জালাল (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। তিনি খোকসা উপজেলার কমলাপুর রুমিপাড়া এলাকার মৃত মোতালেব শেখের ছেলে।
রোববার (২৩ মে) বিকেলে র্যাব-১২ কুষ্টিয়া ইউনিটের একটি আভিযানিক দল খোকসার কমলাপুর থেকে তাকে আটক করে।
এসময় তার কাছ থেকে ৬ কেজি ৭৭ গ্রাম গাঁজা জব্দ করা হয়। জব্দকৃত গাঁজার আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৩৫ হাজার টাকা।
র্যাব-১২ সিপিসি-১, কুষ্টিয়া ইউনিটের কোম্পানী কমান্ডার মাহফুজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গাঁজাসহ ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে খোকসা থানায় উদ্ধারকৃত আলামতসহ জালালের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে
Leave a Reply