December 22, 2024, 11:19 pm
চলমান করোনা পরিস্থিতি বিবেচনায় আগামী ৩০ মে পর্যন্ত লকডাউন বাড়ানোর ঘোষণা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে এই লকডাউনে অর্ধেক যাত্রী নিয়ে দূরপাল্লার বাস চলাচল করবে বলে নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে বিধিনিষেধ আরও সাত দিন বাড়িয়ে ৩১ মে পর্যন্ত বহাল রাখার সুপারিশ করেছিল মন্ত্রিপরিষদ বিভাগ। এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়। তবে জাতীয় কারিগরি পরামর্শক কমিটিও বিধিনিষেধের মেয়াদ বাড়ানোর পক্ষে ছিল।
উল্লেখ্য, করোনা সংক্রমণ রোধে দ্বিতীয় দফায় গত ১৪ এপ্রিল থেকে ৮ দিনের কঠোর বিধিনিষেধ শুরু হয়। পরে ৪ দফা এই বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হয়। যা রবিবার (২৩ মে) মধ্যরাতে শেষ হবে।
Leave a Reply