জহির রায়হান সোহাগ,চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গায় বজ্রপাতে আশাদুল হক (৪২) নামে এক কৃষক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।
আজ রোববার বিকেল ৩টার দিকে সদর উপজেলার শ্রীকোল বোয়ালিয়া গ্রামে ওই দূর্ঘটনা ঘটে । নিহত আশাদুল হক সদর উপজেলার হানুরবাড়াদি গ্রামের স্কুলপাড়ার মৃত আইয়ুব আলীর ছেলে। আহত হয়েছেন একই উপজেলার শ্রীকোল বোয়ালিয়া গ্রামের মৃত লাল মোহাম্মদের ছেলে রবিউল ইসলামক (৬৫)। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, বিকেলে শ্রীকোল বোয়ালিয়া গ্রামের স্কুলের পাশের একটি আম বাগানে পাওয়ার ট্রিলার নিয়ে যান আশাদুল। সেখানে পাওয়ার ট্রিলারে আম বোঝাই করে চুয়াডাঙ্গা শহরের দিকে যাচ্ছিলেন আশাদুল হক। এসময় হঠাৎ শুরু হয় বৃষ্টির সাথে বজ্রপাত। এসময় একটি বজ্রাঘাতে ঘটনাস্থলেই নিহত হন আশাদুল হক। আহত হন তার সাথে থাকা শ্রমিক রবিউল ইসলাম। আহত রবিউল ইসলামকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে স্থানীয়রা। নিহত আশাদুল হকের মরদেহ নেয়া হয়েছে তার নিজ বাড়িতে।
সদর হাসপাতালে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাইদুজ্জামান জানান, আহত রবিউল ইসলামের অবস্থা আশঙ্কামুক্ত। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি