December 22, 2024, 10:42 pm
জাহিদুজ্জামান/
কুষ্টিয়ায় নতুন করে পাওয়া করোনা টিকার ২ হাজার ডোজের বাকী অংশ আজ সকালে ১ ঘন্টায় শেষ হয়ে গেছে। এখনো আরো ২০ হাজারের বেশি মানুষ অবশিষ্ট থাকলো দ্বিতীয় ডোজ নিতে। টিকা ফুরিয়ে গেলেও তারা এখনো ভিড় করছেন টিকাদান কেন্দ্রে।
শনিবার সকাল থেকে কুষ্টিয়ার কলকাকলি মাধ্যমিক বিদ্যালয়সহ জেলার বিভিন্ন কেন্দ্রে টিকা দেয়া শুরু হয়। বিকাল পর্যন্ত সব মিলিয়ে জেলায় ১ হাজার ৫শ ১৩ জনকে দ্বিতীয় ডোজ দেয়া হয়। টিকার বাকী ডোজ দিতে আজ সকাল সাড়ে ৮টায় শুরু হয় কুষ্টিয়া সদরের কলকাকলি স্কুলসহ মিরপুর ও দৌলতপুর উপজেলার কেন্দ্রগুলোতে। বাকী ৪৯০ ডোজ টিকা শেষ হয়ে যায় এক ঘণ্টার মধ্যেই।
চাহিদার বিপরীতে টিকার পরিমাণ কম হওয়ায় বিশৃঙ্খলা হতে পারে এমন আশঙ্কায় টিকাদান কেন্দ্রে পুলিশ মোতায়েন করা হয়।
জেলায় করোনার প্রথম ডোজ টিকা নিয়েছেন ৬৭ হাজার ৪শ ৮৬ জন। ২৪ এপ্রিল টিকার প্রথম ডোজ দেয়া বন্ধ হয়। এরপর ৪৫ হাজার ৫১ জনকে দ্বিতীয় ডোজ দেয়ার পর ফুরিয়ে যায়। বাকী ২২ হাজার ৪শ ৩৫ জন দ্বিতীয় ডোজের টিকা না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। ১১ মে থেকে টিকাদান আপাতত স্থগিত রাখার ঘোষণার নোটিশ দেয়া হয়।
কুষ্টিয়ার সিভিল সার্জন ডাঃ এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, নতুন করে পাওয়া ২০০ ভায়েল দিয়ে আরো ২০০০ জনকে দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে। সিভিল সার্জন জানান, আরো টিকা পাওয়ার চেষ্টা চলছে। অবশিষ্টরাও অল্প কিছুদিনের মধ্যেই টিকা পাবেন বলে আশা করেন তিনি।
Leave a Reply