দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার কুমারখালীতে স্থানীয় আওয়ামী লীগ নেতৃত্বে আধিপত্য ধরে রাখতে একের পর এক দলাদলি, সংর্ঘষ, গোলাগুলিসহ নানা হিংসাত্মক ঘটনার পর এবার স্থানীয় এক আওয়ামী লীগ নেতার ছেলেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেছে অপরপক্ষ। শনিবার (২২ মে) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার পান্টি ইউনিয়নের পীতম্বরবশী গ্রামে এ হত্যাকান্ড ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. শিপন (৩৫)। তিনি পান্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও ওই গ্রামের আলতাফ হোসেনের ছেলে। শিপন পেশায় একজন ব্যবসায়ী ছিলেন।
এবারও এ খুনের জন্য আঙুল গেছে পান্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামিউর রহমান সুমনের দিকে। সুমন নানাভাবে ইউনিয়নজুড়ে অরাজকতার রাজত্ব কায়েম করেছে বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ করা হচ্ছে। ইতোপূর্বে এলাকায় বেশকয়েকটি সংঘর্ষে এই সুমনই নেতৃত্ব দেয়।
জানা গেছে, গত ইউনিয়ন পরিষদ ইলেকশনে সুমন প্রার্থী ছিলেন। নির্বাচনে তিনি হেরে যান। এরপর থেকে সুমন তার সকল প্রতিপক্ষকেই তার ভোটের শত্রু হিসেবে চিন্থিত করে আসছে এবং একর পর এক নানা অঘটনের জন্ম দিয়ে যাচ্ছে।
পুলিশ জানায় দীর্ঘদিন ধরে মসজিদের জমি নিয়ে প্রতিপক্ষের সঙ্গে বিরোধ চলছিল এরই জের ধরে শিপন হত্যাকান্ডের ঘটনা ঘটে থাকতে পারে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এলাকায় আওয়ামী লীগের প্রবীণ নেতা কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক প্রশাসক ও কুষ্টিয়া আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফর ও সুমন গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে শনিবার রাতেও দুই পক্ষের সংঘর্ষ হয়। সংঘর্ষের এক পর্যায়ে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে শিপন নিহত হন।
পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌঁছে শিপনের মরদেহ উদ্ধার করে। রোববার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহতের বাবা স্থানীয় আওয়ামী লীগ নেতা আলতাফ হোসেন বলেন পান্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামিউর রহমান সুমনের নেতৃত্বে মৃত আকবরের ছেলে কবির, কালাইয়ের ছেলে মিজান, বাবলু মাস্টার, ময়েনসহ বেশ কয়েকজন শনিবার রাত আনুমানিক ১১টায় শিপনকে গোদের বাজার এলাকা থেকে ডেকে নিয়ে যায়। পরে কবিরের বাড়ির সামনে রাস্তার পাশে ধারালো অস্ত্র দিয়ে বুকে আঘাত করে। ঘটনাস্থলেই শিপনের মৃত্যু হয়।
এ বিষয়ে জাহিদ হোসেন জাফর বলেন, প্রতিপক্ষের লোকেরা তার সমর্থক শিপনকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করে।
এ বিষয়ে পান্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামিউর রহমান সুমনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।
তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি