October 30, 2024, 10:16 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার দৌলতপুরে ভাতের হাড়িতে প্রসাব করা সেই শিশু আরাফাত হত্যা মামলা দ্বিতীয় আসামি ভারতে পালিয়ে গেছেন। এ খবর নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন।
ওসি নাসির উদ্দিন বলেন, ঘটনার দিন থেকে আসামি মো. মিলনকে আটকের জন্য পুলিশ চেষ্টা করে আসছে। কিন্তু ভারতে পালিয়ে যাওয়ার কারণে পুলিশ তাকে ধরতে পারেনি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ ব্যাপারে আর কোন তথ্য জানাতে চান নি ওসি নাসির উদ্দিন বলেন।
দেড় বছরের শিশু আরাফাত দৌলতপুররের দাড়েরপাড়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে। গত ৭মে প্রতিবেশী সফের মালির বাড়ির গিয়ে রান্না করা ভাতের ওপর প্রসাব করে দেয় শিশুটি। সফেরের স্ত্রী কহিনুর বেগম ক্ষিপ্ত হয়ে শিশুটিকে ধাক্কা দেন। সেই ধাক্কাতেই শিশুটি ছিটকে পড়ে মারাত্মক আঘাত পেয়ে মারা যায়। পরে তিনি তড়িঘড়ি করে মরদেহ বস্তাবন্দি করে রান্নাঘরের মেঝে খুঁড়ে পুঁতে রাখেন। ঘটনার তিন দিন পর মরদেহ উদ্ধারের সময় ঘটনাস্থল থেকে আটক হন কহিনুর। তিনি আদালতে হত্যার দায় শিকার করে জবানবন্দিও দিয়েছেন।
ঘটনায় নিহত শিশুর পিতা শরিফুল ইসলাম দৌলতপুর থানায় মামলা করেন। কহিনুর ছাড়াও এলাকার যুবক মো. মিলনকে আসামি করা হয়।
Leave a Reply