December 23, 2024, 3:20 am
জহির রায়হান সোহাগ, চুয়াডাঙ্গা/
চুয়াডাঙ্গার পিরোজখালী গ্রামে বাল্যবিয়ের অনুষ্ঠান পণ্ড করে বর ও কাজীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান চালান সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাদিকুর রহমান। ভ্রাম্যমাণ আদালতে বর ও কাজীকে ভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। কারাদণ্ডপ্রাপ্ত বর রকি আলী (২৩) সদর উপজেলার পিরোজখালী গ্রামের আইনাল হকের ছেলে ও কাজী জাহিদুল ইসলাম (৪২) একই গ্রামের মৃত রমজান আলীর ছেলে।
ভ্রাম্যমাণ আদালতসূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার যুগিরহুদা গ্রামের এক কৃষকের মেয়ে (১৫)। সে গ্রামের মাদ্রাসার ছাত্রী দশম শ্রেণির ছাত্রী। দারিদ্রতার কারণে মেয়েকে পড়াশোনা করাতে না পেরে বাল্য বিয়ে দেয়ার উদ্যোগ নেন তার বাবা। শুক্রবার গভীর রাতে সদর উপজেলার পিরোজখালী গ্রামে মেয়েটির ফুফার বাড়িতে গোপনে বাল্য বিয়ের আয়োজন করা হয়। বর রকি আলী (২৩) একই গ্রামের আইনাল হকের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা মুহাম্মদ সাদিকুর রহমান। এসময় বাল্য বিয়ের সকল আয়োজন পণ্ড করে দেয়া হয়।
পরে সেখানে ভ্রাম্যমাণ বসিয়ে বর রকি আলীকে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৭ ধারায় এক মাস ও কাজী জাহিদুল ইসলামকে ৯ ধারায় তিন মাসের কারাদণ্ডাদেশ দেয়া হয়। কারাদণ্ডপ্রাপ্তদের রাতেই জেলা কারাগারে পাঠানো হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের কাজে সহযোগিতা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সার্টিফিকেট সহকারি সোবহান আলী ও চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি দল।
Leave a Reply