December 22, 2024, 2:56 pm
দৈনিককুষ্টিয়া প্রতিবেদক:
কুষ্টিয়ার খোকসা প্রেসক্লাবের উদ্যোগে রোজিনা ইসলাম এর নিঃশর্ত মুক্তির দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
শনিবার বিকাল সাড়ে ৫ টায় প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে প্রেসক্লাবের সভাপতি মুন্সি লিটনের সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীণ, সাংবাদিক মনিরুল ইসলাম মাসুদ, রঞ্জন ভৌমিক, সুমন কুমার মন্ডল সহ অনেকে।
বক্তারা তাদের বক্তৃতায় প্রথম আলো জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলাম কে হেনস্থা মামলা ও মিথ্যা বানোয়াট অপবাদ দিয়ে কারাগারে প্রেরণ করাই এ প্রতিবাদ সভা এর তীব্র সমালোচনা ও ঘৃণা প্রকাশ করেন।
বক্তারা আরো বলেন, বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড ও বিভিন্ন বিষয় গুলোর সাথে যখন সাংবাদিকরা অবাধ তথ্য সাংবাদিকতা করছিল, ঠিক তখনই আমলাতান্ত্রিক কিছু প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীদের সাথে সাংবাদিকদের সাংঘর্ষিক বিষয়গুলো তুলে ধরে দূরুত্ব সৃষ্টি করেছে।
সরকারের আমলাদের এ সকল হীন কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানানো হয়। অনতিবিলম্বে সাংবাদিক রচনা ইসলামকে নিঃশর্তে মুক্তি দানের জন্য জোর দাবি করা হয়।
উক্ত প্রতিবাদ সভায় খোকসা উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Leave a Reply